স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : অল ত্রিপুরা গভমেন্ট ডক্টরস এসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার আটটি জেলায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরার জেলার রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আইজিএম হাসপাতাল স্থিত ডক্টর বি আর আম্বেদকর নার্সিং স্কুলে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য সচিব দেবাশীষ বসু।
এদিনের আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, রক্ত স্বল্পতা মেটাতে মানুষ যেভাবে এগিয়ে আসছে, তাতে বুঝা যায় সরকারের সাথে মানুষের মিল রয়েছে। একজনের রক্তদানের ফলে শুধু একজন মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচে, এমন নয়। তিন থেকে চারজন রোগীর প্রাণ বাঁচে। তাই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে কেউ পিছিয়ে না থাকার জন্য আহ্বান জানার মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী শ্রী সাহা রক্তদাতাদের উদ্দেশ্যে বলেন রক্তদানের ক্ষেত্রেও সমতা রাখার প্রয়োজন। নাহলে রক্ত নিদিষ্ট সময়ের পর নষ্ট যায় বলে জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, মানুষের যেকোনো ধর্ম নেই সেটা রক্তদানের মধ্যে দিয়েই বুঝা যায়। রক্ত দেখে বোঝা যায় না এটা কোন বয়সের মানুষের রক্ত এবং কোন দলের রক্ত। তাই রক্তদানের মত মহৎ কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী ড্রাগস কারবারিদের প্রসঙ্গ টেনে বলেন, নেশা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য প্রত্যেককে দায়বদ্ধ হতে হবে। প্রশাসনিক সহযোগিতা নিয়ে সুষ্ঠু সমাজ গড়ে তুলতে হবে। আয়োজিত রক্তদান শিবিরটি মুখ্যমন্ত্রী পরিদর্শন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান।