Saturday, March 22, 2025
বাড়িরাজ্যআত্মসমর্পণকারী বৈরী দলের সদস্যদের জমি দখলের প্রতিবাদে পথ অবরোধ

আত্মসমর্পণকারী বৈরী দলের সদস্যদের জমি দখলের প্রতিবাদে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : কাঞ্চনপুর মহকুমার লালজুরি আর ডি ব্লকের অন্তর্গত কাঞ্চনপুর থেকে মাছমারা,  মনু যাওয়ার রাস্তায় মনু মনপুই এলাকায়  আত্মসমর্পণকারী বৈরী দলের প্রায় ১২৩৫ জন  সদস্য রাজস্ব ও বন দপ্তরের   প্রায় ২৮ একর ফরেস্ট রিজার্ভ ফরেস্ট ও এলাকাবাসির পাট্টা জায়গায় দখল করে নেয়। একই সঙ্গে বনাঞ্চলে থাকা প্রচুর পরিমাণে বিভিন্ন জাতের  গাছ কেটে নেয়।  বিগত ২৫ মার্চ থেকে  শুরু হয় দখল করার কাজ । 

কিন্তু প্রশাসনিক ভাবে ছিল না কোন হেলদোল। আত্মসমর্পণকারী জঙ্গিদের থেকে ছিল শচীন্দ্র রিয়াং । তার  বাড়ি জম্পুই হিলের কান্তালাং । জানা যায় ওই জায়গায় বর্তমানে আত্মসমর্পণকারী বৈরী দলের  ৮০০ পরিবার ঘড় তৈরি করেছেন। এমনকি সেন্ট্রি পোস্ট বানিয়ে চলছে নজরদারী।  সুত্রের খবর মিজোরাম থেকে নতুন করে আশা পরিবার যাদের বৈধ নথিপত্র নেই তারাও এক সঙ্গে মিশে এলাকায় ঘর তৈরি করছে। প্রশাসনের প্রতিনিধি দলের সদস্যরা এই জমি ছেড়ে দেওয়ার জন্য তাদের নির্দেশ দেন। একই সঙ্গে কোন গাছ না কাটার পাশাপাশি ঘড় নির্মাণ না করতে বলেন। এই জমি দখল নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ দিন ধরে জটিলতা অব্যাহত রয়েছে।  এই ঘটনা তাতে বাড়তি সংযোজন ঘটাল।  অনুমোদন ছাড়াই এই কাজ চালিয়ে যাচ্ছে আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর সদস্যরা।

 এতে মহকুমার নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়ছে। এদিকে এই ঘটনার জেরে সোমবার কাঞ্চনপুর থেকে আসা যাওয়া রাস্তার পেঁচারতল, মনু যাওয়ার চার কিলোমিটার এলাকায় অবৈধ বসবাস গড়ে তোলার অভিযোগ তুলে সরব হয় কাঞ্চণপুরবাসী  ।  তাদের বক্তব্য ছিল এতে দীর্ঘদিন ধরে কাঞ্চনপুর এলাকায় জাতি- উপজাতির মধ্যে যে শান্তি- সম্প্রীতি রয়েছে তা বিনষ্ট হওয়ার আশংকা। তাই কোন ভাবেই যাতে শান্তির পরিবেশ নষ্ট না হয় সেই দাবি জানায় কাঞ্চনপুরবাসী। কাঞ্চনপুর বাসি ও বাজার কমিটি যৌথভাবে স্মারকলিপি জমা দেয় মহকুমা শাসকের কাছে। দাবি জানানো হয় মহকুমা শাসক যাতে  অতিসত্বর  তদন্ত করে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করেন। ডেপুটেশন প্রদানের ১২ ঘন্টার মধ্যেই এই ঘটনার প্রতিবাদে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার কাঞ্চনপুর মোটরস্ট্যান্ড চৌমুহনী এলাকায় সড়ক অবরোধে সামিল হয় পাট্টা প্রাপকরা। দীর্ঘ সময় এই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে আসে কাঞ্চণপুর থানার পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকেরা। তাদের আশ্বস্ত করা গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন জেলা ও মহকুমা শাসক। সেই বৈঠকে সমস্ত কিছু তুলে ধরা হবে। বৈঠক থেকে গৃহীত সিদ্ধান্ত গুলি তাদের অবগত করা হবে। এই আশ্বাস পাওয়ার পর সড়ক অবরোধ তুলে নেয় পাট্টা প্রাপকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য