Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যতীব্র দাবদাহে জনজীবন কাহিল জনজীবন

তীব্র দাবদাহে জনজীবন কাহিল জনজীবন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : নেই মেঘের দেখা। খটখটে রোদ। বাড়ছে জ্বালাপোড়া।

দাবদাহের এই পরিস্থিতিতে সারা রাজ্যের মত আগরতলা শহরে বিপর্যস্ত জনজীবন। এদিন তাপমাত্রার পারদ ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। নাজেহাল মানুষ। গরম থেকে নিস্তার পেতে এবং শরীরকে সুস্থ রাখতে ডাবের জলের চাহিদা তুঙ্গে। যোগানের তুলনায় চাহিদা বেশি ।ফলে দেখা দিয়েছে কৃত্রিম সংকট।  এই সংকটেই ব্যবসায়ীরা ৫০ টাকার ডাব দাম বৃদ্ধি করে করেছে ১০০ টাকা। তাতেও গরম থেকে নিস্তার পেতে ক্রেতারাও ১০০ টাকা দরেই খাচ্ছেন ডাব।

 শুধু ডাবের জলই নয়, আখের রস সহ তরমুজ ও অন্যান্য ফলের চাহিদাও বেড়েছে কয়েক গুণ বেশি। চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ডাব ও ফল বিক্রেতারাও। রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের প্রায় সর্বত্রই তীব্র দাবদাহের থেকে রেহাই পেতে মানুষ ডাবের জল আখের রস সহ ফলের রস পান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকরা ও এই তীব্র দাবদাহে ডাবের জল ও ফলের রস পান করার জন্য পরামর্শ দিচ্ছেন। আবার অনেকেই ঠান্ডা পানীয় বিক্রয়ের দোকানগুলিতে ভিড় করছেন। খানিকটা স্বস্তি পাওয়ার লক্ষ্যেই মানুষের মধ্যে এই প্রবণতা বৃদ্ধি পেয়েছে। দাবদাহের তীব্রতার কথা মাথায় রেখে ইতিমধ্যেই রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছে। কিন্তু বাড়ির ঘরেও স্বস্তিতে থাকা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরো উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের খবর। বৃষ্টি না হওয়া পর্যন্ত স্বস্তি পাওয়ার কোন উপায় নেই। এই তীব্র গরমে নানা রোগে আক্রান্ত হয়ে রাজ্যের সবকটি হাসপাতালেই রোগীর সংখ্যা ও প্রতিদিন বাড়ছে বলে খবর মিলেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য