Tuesday, April 16, 2024
বাড়িরাজ্যরক্তদান মহৎ কাজের পাশাপাশি মানসিক বিকাশও ঘটায় : মেয়র

রক্তদান মহৎ কাজের পাশাপাশি মানসিক বিকাশও ঘটায় : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছা সেবকরা সেবামূলক কর্মসূচি বরাবর নিয়ে থাকে। রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বছরে একবার সাত দিন ব্যাপী বিশেষ শিবির করা হয়। সাতদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি তারা নিয়ে থাকে। এর মধ্যে বেশির ভাগ কাজই থাকে সামাজিক কর্মসূচি। বর্তমানে রাজ্যে চলছে রক্তের সংকট। নির্বাচনের সময়ে রক্তদান শিবির বেশি না হওয়ায় এই সংকট দেখা দিয়েছে।

 এই অবস্থায় সংকট নিরসনে বিশেষ শিবিরে রক্তদানের আয়োজন করছে এন এস এস। সোমবার রাজধানীর সখী চরণ বিদ্যানিকেতনের এন এস এসের বিশেষ শিবিরে হয় রক্তদান শিবির। এদিন বিদ্যানিকেতনেই হয় শিবিরটি। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এন এস এস প্রোগ্রাম অফিসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যরা। রক্তদান শিবিরে মেয়র বলেন, নির্বাচনে কারণে রক্তের সংকট দেখা দিয়েছিল। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে আহ্বান জানান রক্তদানে এগিয়ে আসার জন্য। যুব সমাজকে এ ধরণের কর্মসূচীতে যত বেশি ব্যস্ত রাখা যায়, খেলার মাঠে পৌঁছানো যায় ততই তারা নেশার থেকে দূরে থাকবে। এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশও হবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য