Monday, March 17, 2025
বাড়িরাজ্যপ্রশাসনিক গাফিলতির কারণে দুর্ঘটনায় আহত ৩

প্রশাসনিক গাফিলতির কারণে দুর্ঘটনায় আহত ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : নিষ্ক্রিয় ট্রাফিক সিগন্যাল দিয়ে স্মার্ট সিটির বাহবা কুড়াচ্ছে প্রশাসন। প্রতিনিয়ত পথচারীকে বিভ্রান্ত করে চলেছে শহরে মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সিগনাল পয়েন্ট। একদিকে যেমন শহরে ১০০ থেকে ২০০ মিটার দূরে ট্রাফিক সিগন্যাল দিয়ে ট্রাফিক জ্যাম সৃষ্টি করা হচ্ছে, অপরদিকে চৌমুহনি গুলিতে ট্রাফিক সিগনাল বন্ধ ফেলেই উধাও হচ্ছে ট্রাফিক পুলিশ। যার ফলে একদিকে যেমন ট্রাফিক জ্যাম পথচারীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে অপরদিকে দুর্ঘটনাও বাড়ছে শহরে। প্রশাসনের এহেন দায়িত্বে স্মার্ট সিটির নগ্নরূপ প্রকাশ পাচ্ছে পথচারীদের মধ্যে। এমনটাই মনে করছে শহরবাসী।

কারণ ওরিয়েন্ট চৌমুহনিতে রবিবার সকাল ১১ টার নাগাদ অকেজো ট্রাফিক সিগনালের জন্য দুর্ঘটনায় পড়লেন বাইক ও স্কুটি আরোহী। আহত হয় তিনজন। জানা যায় এদিন আর এম এস চৌমুহনি দিক থেকে একটি স্কুটি এবং শকুন্তলা রোড থেকে অপর একটি বাইক দ্রুত গতিতে এসে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় আইজিএম হাসপাতালে। আহতদের আঘাত গুরুতর হয়েছে বলে জানান স্থানীয়রা। তবে ট্রাফিক সিগন্যাল নিয়ে এদিন রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ ট্রাফিক সিগন্যাল যেমন বন্ধ ছিল তেমনি হেলমেট ব্যাংকেও কোন ট্রাফিক কর্মী ছিলেন না। ট্রাফিক পুলিশের কর্তব্যের গাফিলদের কারণে এই ধরনের দুর্ঘটনা আগরতলা শহরে অহরহ ঘটে চলেছে। জনগণের পয়সা দিয়ে তৈরি করা ট্রাফিক সিগন্যাল কোন কাজে আসছে না বলে মনে করছে অনেকে। আর এর খবর কেইবা রাখে ? কিন্তু এ ধরনের দুর্ঘটনায় বহু মানুষ পঙ্গু হয়ে পরিবারের বোঝা হয়ে উঠছে। দায় এড়াচ্ছে সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য