Sunday, May 28, 2023
বাড়িরাজ্যজে আর বি টি -র গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে দ্রুত...

জে আর বি টি -র গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ বেকার যুবকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : স্বাধীনতার অমৃতযোগে বেকার বঞ্চনা চলছে। অবহেলিত হচ্ছে বেকার যুবক যুবতীরা। তাই জে আর বি টি -র গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, না হলে বিষ দেওয়ার দাবি করলো সরকারের উপর হতাশাগ্রস্থ যুবকেরা। রবিবার আগরতলা সিটি সেন্টারে বেকার যুবকরা সরকারের উদ্দেশ্যে এভাবে দাবি জানিয়ে অভিযোগ তুলে দীর্ঘ আড়াই বছর অতিক্রান্ত হতে চলেছে।

কিন্তু সরকার এখন পর্যন্ত জেআরবিটি -র নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি। বিভিন্ন সময় বিভিন্নভাবে তালবাহানা করে চলেছে। বহু আন্দোলনের পর সরকার লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করলেও মৌখিক পরীক্ষার দিনক্ষণ গত ১৭ এবং ১৮ জানুয়ারি দিনক্ষণ নির্ধারিত করেছিল। কিন্তু পরবর্তী সময় সেই দিনক্ষণ বিধানসভার নির্বাচনের জন্য স্থগিত করা হয়। তারপর দ্বিতীয়বারের মতো সরকারের প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কোন উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরকে। এ ধরনের ঢিলিমির কারণে শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের সাথে দেখা করে দ্রুত নিয়োগের দাবি করলে তিনি বলেন বাম আমলে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে নাকি সাত থেকে আট বছর লেগে যেত। সে তুলনায় এখন অনেক ভালো রয়েছে। মন্ত্রী এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় বেকার যুবকরা। তাদের বক্তব্য মন্ত্রীর এ ধরনের কথা নিরাশ করেছে বেকার মহলকে। বহু যুবক-যুবতী চাকুরি না পেয়ে বয়সত্তীর্ণ হয়ে যাচ্ছে। তাই সরকার সিরিয়াস মনোভাব নিয়ে যাতে আগামী জুন থেকে জুলাই মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করে। না হলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৪ হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তায় ভুগছে। কারণ এটা বেকার যুবক যুবতীদের যোগ্যতার নিরিখে অধিকার চাইছে, ভিক্ষা নয়। এমনটাই বললেন বেকার যুবকরা। নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য দীর্ঘক্ষন প্রতিবাদ জানায় এদিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য