স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : নববর্ষের প্রথম দিন গভীর রাতে বড়সড়ো চুরির ঘটনা সংগঠিত হয় বিলোনিয়া থানাধীন মনুরমুখ রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। চোরের দল এলাকার বাদল দাস এবং সুজিত বিশ্বাসের বাড়ি থেকে পাঁচটি গরু এবং প্রায় ৬০০ কেজির মতো রাবার সিট চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য আনুমানিক ৪ লক্ষ টাকারও বেশি হবে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। তদন্ত শুরু করেছে বিলোনিয়া থানার পুলিশ।
এলাকাবাসী জানায়, এলাকা থেকে দফায় দফায় প্রচুর সংখ্যক গরু চুরি হয়েছে। এবং সর্বস্বান্ত হয়েছে অনেক পরিবার। কিন্তু চুরির ঘটনার কুল কিনারা করতে পারেনি পুলিশ প্রশাসন। এছাড়াও চুরি রোধ করতে কোন ধরনের উদ্যোগ এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দেখা যায়নি। পুলিশ প্রশাসনের চরম গাফিলতি নিয়ে তারা অভিযোগ তুলে। দাবি জানান রাতের বেলা পুলিশের নিয়মিত টহলদারির।