Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যসরকারি কাজের বকেয়া অর্থরাশি পাহাড় সমান, ক্লান্ত ঠিকাদাররা ঘুরছে দরজায় দরজায়

সরকারি কাজের বকেয়া অর্থরাশি পাহাড় সমান, ক্লান্ত ঠিকাদাররা ঘুরছে দরজায় দরজায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল : ২০২০-২১ অর্থবর্ষ অনুযায়ী বিশালগড় ব্লকের অন্তর্গত গোপিনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার, কসবা গ্রাম পঞ্চায়েত এলাকার একটি অঙ্গনওয়াড়ি সেন্টার সহ এইভাবে বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত মোট নয়টি অঙ্গনওয়াড়ি সেন্টার সংস্কার করা হয়। অঙ্গনওয়াড়ি সেন্টারের এই সংস্কার কাজগুলি স্থানীয় ঠিকাদারেরা কাজের বরাত পেয়ে রিতিমত বিশালগড় ব্লকের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে বিল জমা দেয়।

কিন্তু এক বছরের উপরে হয়ে গেলেও ঠিকাদারেরা এখনো পর্যন্ত তাদের কাজের সেই ন্যায্য টাকা পায়নি। যার ফলে ঠিকাদারেরা বিশালগড় আর ডি ব্লকের বিডিও সহ সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক এবং বিশ্রামগঞ্জ স্থিত সিপাহীজলা জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গেলেও সবাই ঠিকাদারদের সময়ের পর সময় বেঁধে দেন। কিন্তু তারপরেও তাদের কাজের সেই ন্যায্য টাকা মিলছে না। অভিযোগ আধিকারিকরা তাদের সেই কাজের টাকা নিয়ে বিভিন্ন তালবাহানা করছেন। তাদের বক্তব্য দপ্তরের কাছে যদি কোন টাকায় না থাকে তাহলে কেন শুধু শুধু তাদেরকে দিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারের সংস্কার করানো হয়েছে। ঠিকাদারদের আরো অভিযোগ এটা তাদের সাথে একপ্রকার প্রতারণা। তাই ঠিকাদারেরা নিরুপায় হয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা ঘটনাটি তুলে ধরেন। এবং সিপাহীজলা জেলার জেলা শাসকের কাছে দাবি জানান জেলাশাসক যেন খুব শীঘ্রই তাদের কাজের সেই ন্যায্য পাওনা টাকা মিটিয়ে দিতে ব্যবস্থা গ্রহণ করেন। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা কি ব্যবস্থা নেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য