স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : ১৯ জানুয়ারী ককবরক দিবস। দিনটি অন্যান্য বছরের ন্যায় এ বছরও পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ককবরক দিবসকে সামনে রেখে বুধবার বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরীতে উদ্যোক্তা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন শিক্ষামন্ত্রী রতন লাল নাথের পৌরহিত্যে বৈঠক অনুষ্ঠিত হয়। কিভাবে দিনটি উদযাপন করা হবে তা ঠিক করতেই এই বৈঠক। সিদ্ধান্ত গ্রহণ করা হয় কোভিড বিধি মেনে সমস্ত মহকুমায় এই দিনটি উদযাপন করা হবে। মূল অনুষ্ঠান হবে আগরতলায়। ১৮ জানুয়ারি থেকে ককবরক দিবস উদযাপন শুরু হবে। বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি হবে বর্ণাঢ্য রেলি। মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী এই রেলিতে অংশ নেবেন। ককবরক দিবসের বক্তব্য রাখবেন। এই ভাষাকে আগামী দিনে কিভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে তার সম্পর্কে সম্যক ধারনা দেবেন। প্রকাশিত হবে পুস্তিকা বলে জানান মন্ত্রী রতন লাল নাথ।