স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ এপ্রিল : বুধবার প্রকাশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জয়নগর স্থিত আম্বেদকর বিদ্যাভবনে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী সহ ফাউন্ডেশনের কর্মকর্তারা। সাধারণ মানুষের প্রয়োজন মেটানোর জন্য এ ধরনের সংগঠনকে এগিয়ে আসা অত্যন্ত জরুরি। আজকে যে উদ্যোগটি গ্রহন করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে আহ্বান জানান মেয়র দীপক মজুমদার।