Thursday, January 2, 2025
বাড়িরাজ্যপ্রয়াত সুনীত চোপড়ার স্মরণ সভা

প্রয়াত সুনীত চোপড়ার স্মরণ সভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ এপ্রিল : বুধবার ভানু ঘোষ স্মৃতি ভবনে প্রয়াত সুনীত চোপড়ার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় উপস্থিত ছিলেন পুলেটব্যরোর সদস্য মানিক সরকার, প্রাক্তন বিধায়কগণ ভানুলাল সাহা, পবিত্র কর সহ অন্যান্যরা। সকলে সুনীত চোপড়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। স্মরণ সভায় পুলেটব্যরোর সদস্য মানিক সরকার বক্তব্য রেখে সুনীত চোপড়ার জীবনী তুলে ধরে। দলের আদর্শ মেনে তাঁর কাজকর্ম বিষয়ে কর্মীদের অবগত করেন।

 আগামী দিন তাঁর আদর্শ অনুসরণ করার জন্য আহ্বান জানান তিনি। এদিন তিনি বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, গত পাঁচ বছরে ত্রিপুরায় বিরোধীদল সিপিআইএমকে শাসক দল কাজই করতে দিচ্ছে না। ভোটে দাঁড়াতে দিচ্ছে না। মনোনয়নপত্র জমা দিতে পারছে না। জোর করে মনোনয়নপত্র তুলে নিচ্ছে। যার কারণে তাদের ভোটের সংখ্যা দিন দিন কমছে। এবং এভাবে জন বিচ্ছিন্ন হয়ে যাবে বিজেপি বলে অভিমত ব্যক্ত করলেন পুলেটব্যরোর সদস্য মানিক সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য