Sunday, March 16, 2025
বাড়িরাজ্যদায়িত্ব গ্রহণ করলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান

দায়িত্ব গ্রহণ করলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ এপ্রিল :  ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন নবাদল বনিক। বর্তমান মন্ত্রী টিঙ্কু রায় বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তারপর থেকে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যানের পদটি শূন্য ছিল। কয়েকদিন পূর্বে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসাবে নবাদল বনিককে নিযুক্তি দেওয়া হয়।

 ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসাবে নিযুক্তি পাওয়ার পর বুধবার শিল্প নিগম ভবনে গিয়ে নিগমের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণের পর ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের কর্মীরা নবাদল বনিককে স্বাগত জানান। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের মেনেজিং ডাইরেক্টর বিশ্বশ্রী বিও নিগমের নয়া চেয়ারম্যানকে স্বাগত জানান। শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণের পর নবাদল বনিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওনাকে এই দায়িত্ব দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। তিনি আরও বলেন সকলকে সাথে নিয়ে ত্রিপুরায় শিল্পের উন্নয়ন করার চেষ্টা করবেন। যুবকদের স্বনির্ভর করার স্বার্থে, ত্রিপুরা রাজ্যকে স্বনির্ভর করার স্বার্থে সকলের পরামর্শ নিয়ে কাজ করবেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য