স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ এপ্রিল : সরকারি সম্পত্তি ঢুক গিলে খাচ্ছে একাংশ। তারপরেও মামলা হচ্ছে না থানায়। দায় এড়াতে পারছে না বিলোনিয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। জানা যায়, বিলোনিয়া হাসপাতালের লক্ষ লক্ষ টাকার সরকারি সামগ্রী গায়েব করে দিলো চোরের দল।
শনিবার সকালে এমন চিত্র উঠে আসে বিলোনিয়া হাসপাতালে। হাসপাতালের ওটি বিভাগ এবং লাইকোজেশন বিভাগে বসানো এসি মেশিনের কমম্প্রেসার, কপার এবং বহু লক্ষ টাকার সামগ্রী গায়েব হয়ে গেল সকলের অজান্তে। কিন্তু কে গিলে ফেলেছে সেটা বলা মুশকিল। বিগত দিনেও কয়েকবার এ ধরনের চুরির কান্ডের ঘটনা বিলোনিয়া মহকুমা হাসপাতালে হয়েছে। কিন্তু মহকুমা স্বাস্থ্য আধিকারিক বিমল কলই এ বিষয়ে কাউকে কিছু না জানিয়ে মুখে কুলুপ পেতে রেখেছে বলে মনে করছে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।শনিবার সকালে বিকল হওয়া দুটি এসি মেশিন মেরামত করতে এসে চক্ষু চাড়ক গাছ মেকানিকদের। দেখা যায় প্রায় ৮ থেকে ১০ টি এসি মেশিন সম্পূর্ণ যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে চোরের দল। মেকানিক জানান, কয়েক মাস আগেও এভাবে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এভাবে চুরির ঘটনা পরবর্তী সময়ে একজন ধরা পড়েছে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। এর মধ্যে আবারো বড়সড় চুরির ঘটনা বলে জানান তিনি। দিন রাত হাসপাতালে রোগী থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীদের যাতায়াত যেমন থাকে তেমনি, সিকিউরিটি ব্যবস্থাও রয়েছে। তার মধ্যেও ছাদের উপর থেকে এতগুলো এসি মেশিনের যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ার ঘটনা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। ঘটনার সঠিক তদন্ত হয় তাহলে প্রকৃত রহস্য উন্মোচন হতে পারে।