স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ এপ্রিল : আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে যুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানাতে কার রেলি ভারতীয় সেনা বাহিনীর। ইতিমধ্যে সাত রাজ্য পরিক্রমা করে ফেলেছে এই কার রেলি। ২২ মার্চ পশ্চিম বাংলার ফোর্ট উইলিয়ামস থেকে শুরু হয় এই কার রেলি ইস্টার্ন কমান্ড, ভারতীয় সেনাবাহিনীর তরফে।
রেলিটি পতাকা নেড়ে সূচনা করেন লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা, জিওসি-ইন-সি ইস্টার্ন কমান্ড।উত্তর-পূর্ব রাজ্যগুলির সমস্ত রাজধানী শহরগুলিকে ঘুরবে এই রেলি। বিভিন্ন এলাকা ঘুরে রেলির ১৮ তম দিনে আগরতলায় অবস্থান করছে রেলি। শনিবার কার রেলিতে অংশগ্রহণকারী সদস্যরা আলবার্ট এক্কা স্মৃতি পার্কে যান। সেখানে হয় এক অনুষ্ঠান। আগরতলায় মুক্তিযোদ্ধা এবং বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। লক্ষ্য হল যুব, মুক্তি যোদ্ধা, বীরত্ব পুরস্কার বিজয়ী সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা। আগরতলায় তাদের পাশে এগিয়ে এসেছে পর্যটন দপ্তর। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস সহ সেনাবাহিনীর অন্যান্য আধিকারিকরা। প্রাক্তনদের পাশাপাশি বীর শহীদদের পরিবারের লোকজনের সম্মাননা দেওয়া হয় এদিন। ছাত্র- ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিলি করা হয়। এই রেলি রবিবার শিলচরের উদ্দেশ্যে রওয়ানা দেবে। মেঘালয়ে গিয়ে শেষ হবে।