স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ এপ্রিল : সরমা নদীতে তলিয়ে গেল দুটি শিশু কন্যা সন্তান। তাদের নাম শান্তিমালা চাকমা, বয়স ১২ এবং সীমা চাকমা, বয়স ৭। ঘটনা গন্ডাছড়া মহকুমার বৃষকেতু পাড়ায়। ঘটনা শনিবার দুপুরে।
শাক-সবজি খোঁজার জন্য শান্তি মালা চাকমা এবং সীমা চাকমা সরমা নদী অতিক্রম করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়। কিন্তু শাক সবজি নিয়ে ফেরার পথেই এই দুর্ঘটনা সীমা চাকমা কে নদী পার করানোর সময়ই শান্তি মালা চাকমা এবং সীমা চাকমা দুজনেই নদীতে তুলিয়ে যায়। খবর দেওয়া হয় গন্ডাছড়া মহকুমার অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে তল্লাশি শুরু করে। সহযোগিতার হাত বাড়িয়ে বাড়িয়ে দেয় গ্রামের সাধারণ মানুষও।