স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ এপ্রিল : শনিবার আঠারোমুড়া এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সর্বেশ কুমার নামে ৪২ বছরের এক গাড়ি চালক। জানা যায় সর্বেশ কুমার নামে গাড়ি চালক আগরতলা থেকে গাড়ি নিয়ে গোহাটি যাবার পথে আঠারোমুড়া এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। রক্তাক্ত অবস্থায় সর্বেশ কুমারকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে আহত গাড়ি চালক হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় এই দুর্ঘটনার ফলে সর্বেষ কুমারের দুটি পা সম্পূর্ণভাবে ভেঙে যায়। আহত গাড়ি চালক সর্বেশ কুমারের বাড়ি উত্তর প্রদেশ।