Sunday, October 1, 2023
বাড়িরাজ্যরেলে কাটা পড়ে মৃত্যু ব্যাংক কর্মীর

রেলে কাটা পড়ে মৃত্যু ব্যাংক কর্মীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ এপ্রিল :  রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো ৬০ বছর বয়সী এক ব্যাংক কর্মীর। সাধুটিলা রেল ব্রিজ সংলগ্নে রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এই আগরতলা স্টেট কম্পারেটিভ ব্যাংকের কর্মী শিবু দে -র। বাড়ি যোগেন্দ্রনগর এলাকায়। পুলিশ জানায় শুক্রবার সকালে জানতে পারে স্টেশন মাস্টারের কাছ থেকে খবর পায় সাধুটিলা রেল ব্রীজ সংলগ্নে এক ব্যক্তি রেলে কাটা পড়েছে।

 সে মোতাবেক পুলিশ ছুটে গিয়ে দেখে দমকল কর্মীরা ব্যাংক কর্মী শিবু দে -কে নিয়ে এসেছে জিবি হাসপাতালে। পুলিশ জিবি হাসপাতালে ছুটে আসার পর কর্তব্যরত চিকিৎসক জানান, মৃত্যু হয়েছে ব্যাংক কর্মীর। ব্যাংক কর্মীর কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। ঘটনার অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত করছে বলে জানায় পুলিশ। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পরিবার পরিজন। কি কারনে মৃত্যু হয়েছে সে বিষয় নিয়ে মুখ খুলতে চাইছে না কেউ। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য