Thursday, October 10, 2024
বাড়িরাজ্যতিপ্রা মথার ব্লক সভাপতি যোগদান বিজেপি'তে

তিপ্রা মথার ব্লক সভাপতি যোগদান বিজেপি’তে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ এপ্রিল :  লোকসভা নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হলেও প্রায় আরো এক বছর বাকি। কিন্তু তার আগেই ঢাকে পড়েছে কাঠি। ময়দানে নেমে পড়েছে শাসক দল বিজেপি। প্রতিষ্ঠা দিবস থেকে বিজেপি লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসন দেশের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে উপহার দিতে চাইছে রাজ্য বিজেপি।

 আর এর আগেই শুরু হয়ে গেছে প্রধান বিরোধী দল তিপ্রা মথার ভাঙ্গন। তিপ্রা মথার সুরমা ব্লক সভাপতি তুষার দেব্বর্মা শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বিজেপি দলে সামিল হয়। এদিন বেলা একটা নাগাদ সালেমায় বিজেপি সুরমা মন্ডল কমিটি আয়োজিত এক সম্মেলনে তিনি বিজেপিতে যোগদান করে। তার হাতে দলীয় পতাকা তুলে দেন ৪৬ সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল, বিজেপি প্রদেশ কমিটির সহ সভাপতি তাপস ভট্টাচাৰ্য, সুরমা মন্ডলের সভাপতি সন্তোষ দাস প্রমুখ। পরে দলত্যেগি তিপ্রামথা নেতা তুষার দেব্বর্মা বলেন, সকলের গনতান্ত্রিক অধিকার রয়েছে চাইলে যেকোনো দলে যোগদান করা যায় আবার বাড়িতে বসে থাকা যায়। কিন্তু তিনি ভারতীয় জনতা পার্টি জন্য কিছু করার চিন্তাভাবনা নিয়ে এদিন যোগদান করেছে বলে জানান। তিনি বলেন আজকের দিনটা তার কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। রাজনৈতিক রসায়ন বলছে দল ছাড়ার হিড়িক লোকসভা নির্বাচনের আগে বাড়বে। কারণ জনজাতি অংশের একটা মহলের অভিমত পৃথক রাজ্যের যে প্রধান দাবি নিয়ে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল তিপ্রা মথা, এর থেকে ক্রমশই সরে আসতে শুরু করেছে দলের নেতৃত্ব। যে কৌশল গ্রহণ করেছিল আই পি এফ টি। সুতরাং আগামী দিন মথা কতটা দাবি দেওয়া আদায় করতে সফল হবে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জনজাতিদের কাছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য