Saturday, April 20, 2024
বাড়িরাজ্যআটক ৪ বাংলাদেশি

আটক ৪ বাংলাদেশি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল। মোটা অংকের বিনিময়ে বিনা পাসপোর্টে অনুপ্রবেশ অব্যাহত। সীমান্তের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে চলছে এই অনুপ্রবেশ। বৃহস্পতিবার সকালে ধর্মনগর রেল স্টেশন থেকে আটক হয় চার বাংলাদেশি। আগরতলা থেকে ডেমু ট্রেনে করে চার অনুপ্রবেশকারী ধর্মনগর স্টেশনে পৌঁছা মাত্রই সন্দেহজনক ভাবে চারজনকে আটক করেছে পুলিশ। ধৃতরা আসার আহমেদ, সোহাগ খান, সাবিনা হাওলাদার, রোমান হাওলাদার। তাদের মধ্যে তিন জনের কাছ থেকে কোন ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। রোমান হাওলাদারের কাছে ভারতের আধার কার্ড রয়েছে। জিআরপিএফ তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ধর্মনগর থানার হাতে তুলে দেয়। আসার আহমেদ জানায় তার বাড়ি বাংলাদেশের রাধাপুরে এবং তার কাটার বেড়া পারাপারের জন্য প্রত্যেকে ছয় হাজার টাকা করে দিয়েছে। তারা যে তাদেরকে বাংলাদেশের গেইট পার করিয়ে দিয়েছে। মানব পাচারকারীর নাম জানে না তারা। তবে তাদের কাছে ফোন নাম্বার রয়েছে। তারা ভারতে এসে ব্যাঙ্গালোরে কাজের জন্য যাবে বলে সিদ্ধান্ত নিয়েছিল বলে জানায়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য