Saturday, July 27, 2024
বাড়িরাজ্যঝড়ে গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত বহু বাইক

ঝড়ে গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত বহু বাইক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল। ঘড়ির কাঁটায় দুপুর দুইটা। আকাশে রোদের ঝলমল। ঝিরি ঝিরি বৃষ্টি। কিন্তু উত্তরের হাওয়ার দাপটে এম বি বি বিমানবন্দরের বাইক পার্কিং জোনের উপর ভেঙে পড়ে বিশাল আকৃতির গাছ। পার্কিংয়ে ছিল প্রায় ১৫ -২০ টি স্কুটি ও বাইক। এর মধ্যে দুটি বাইক এবং একটি স্কুটি পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। বাকি স্কুটি ও বাইকগুলি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী সময়ে বিমানবন্দর থেকে বের হয়ে বাইক আরোহীরা দেখতে পায় বাইক এবং স্কুটিগুলির উপর পড়ে রয়েছে গাছ। শুরু হয় উদ্ধারের কাজ। গাছ সরিয়ে বাইক এবং স্কুটিগুলি করা হয়। ক্ষয়ক্ষতি পরিমাণ জানা না গেলেও এক প্রকার ভাবে দাবি উঠেছে ক্ষতিপূরণের। অধিকাংশ বাইক ছিল বিমানবন্দরের কর্মীদের। তারা এদিন ঘটনার পর ক্ষোভ উগড়ে দেন। তাদের বক্তব্য পয়সা দিয়ে বাইক রেখে আজকে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এই পার্কিং জোনের দায়িত্বে থাকা ব্যক্তি এসে কোন আশ্বাস দেননি। খবর পেয়ে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাইক উদ্ধার হলেও সহযোগিতা কোন আশ্বাস মিলে নি ক্ষতিগ্রস্ত বাইক আরোহীদের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য