স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী সুধাংশু দাস বৃহস্পতিবার খয়েরপুর স্থিত ভেটেরিনারি কলেজ পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে মন্ত্রী কথা বলেন ফ্যাকাল্টি, পড়ুয়াদের সঙ্গে। আলোচনায় উঠে আসে কলেজের পরিকাঠামো সহ বিভিন্ন সমস্যা। এবং নজরে আসে পানীয় জলের সমস্যা ও ছাত্রছাত্রীদের পরিকাঠামো উন্নয়নের চাহিদা। এনিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ডিজিট্যাল ক্লাসরুম চালুর দাবি উঠেছে। আগামী দিনে তা চালুর আস্বাস দেন মন্ত্রী। অন্যান্য সমস্যাগুলিও সমাধান করা হবে। রাজ্যের কৃষকদের কাছে উপযুক্ত ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্যে , রোগ মুক্ত প্রানির সংখ্যা বাড়ানো যাতে যায় সেজন্য কাজ করা হবে।পাশাপাশি মন্ত্রী এদিন আরও জানান, এই কলেজে ভাল ব্যবস্থাপনা আছে। আগামী দিনে অনেক কিছু হবে। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যে মাছ, মাংস, ডিম ও দুধের চাহিদা অনুযায়ী ঘাটতি কিছুটা রয়েছে। লক্ষ্য পুরনে তিন মাসের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। বেকারদের উৎসাহিত করা হবে এসব কাজে যুক্ত হওয়ার জন্য। এদিন মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট শুধু আগরতলায় বসে সিদ্ধান্ত নেওয়াই নয়, ময়দানে গিয়েও দেখা হবে, এনিয়ে চর্চা করা হবে। তবে যে সমস্ত সমস্যাগুলো সেদিন মন্ত্রী প্রত্যক্ষ করেছেন তার দ্রুত সমস্যার সমাধান চাইছে কলেজ কর্তৃপক্ষ। কারণ এই সমস্যাগুলির কারণে পরিকাঠামোগত উন্নয়নে ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে অভিজ্ঞ মহল।পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সচিব, অধিকর্তা সহ অন্যান্যরা।