স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল। প্রায় ৮০০-র মতো আপদা মিত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের বিভিন্ন বিপর্যয় মোকাবিলায় কাজে লাগানো হবে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজস্ব দপ্তরের সচিব পুনিত আগরওয়াল। মহাকরণে এদিন সাংবাদিকদের মুখমুখি হন রাজস্ব দপ্তরের সচিব পুনিত আগরওয়ালের সঙ্গে ছিলেন বিশেষ সচিব অনিন্দ্য ভট্টাচার্য, ল্যান্ড এন্ড সেটেলমেন্ট অধিকর্তা সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। পুনিত আগরওয়াল বলেন, বর্ষার মরশুম আসন্ন। এই সময়ে কালবৈশাখীর দাপট থাকে। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের অর্থে আপদা মিত্র স্বেচ্ছা সেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা কোন বিপর্যয়ে সাহায্য করতে পারবেন। এছাড়া অনেকে সিভিল ডিফেন্সকেও এই কাজে যুক্ত করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের সচিব তুলে ধরেন অনলাইনে কি কি ব্যবস্থা রয়েছে এবং লোকজন এর সুবিধা কিভাবে নিতে পারেন।