স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর : ২৮ ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সারা দেশের সাথে মঙ্গলবার জাতীয় কংগ্রেসের ১৩৭ তম প্রতিষ্ঠা দিবস রাজ্যেও উদযাপন করা হয়। এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে মহাত্মা গান্ধী, জহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা।
উপস্থিত প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায় বলেন, জাতীয় কংগ্রেস ১৯৮৫ সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। কংগ্রেস দেশে ১৩৭ বছরের ইতিহাস। দেশের রূপকার ছিলেন পন্ডিত জহরলাল নেহেরু। পরবর্তী সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গরিবি হটাও আওয়াজ তুলে দেশের বিকাশ করেছিলেন। কিন্তু জুমলা সম্রাট মুদি গত সাত বছরে দেশের সর্বনাশ করে দিয়েছে। একইভাবে ডেপুটি ডাইরেক্টর বিপ্লব এন্ড কোম্পানি ত্রিপুরা রাজ্য টাকে শেষ করে দিয়েছে। আজকের দিনে কংগ্রেসের কর্মী সমর্থক ও নেতৃত্বরা শপথ নিচ্ছে রাজ্যের আপামর জনগণের জন্য আগামী দিনে ঝাঁপিয়ে পড়বে। জুমলা সরকারকে বিদায় দেবে ত্রিপুরা রাজ্য থেকে। কংগ্রেস আগামী দিনে দেশে ঘুরে দাঁড়াবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিন কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী নাগ, জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব।