Wednesday, March 26, 2025
বাড়িরাজ্য৬২ বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ

৬২ বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল। জটিল রোগে আক্রান্ত নিখিল ঋষি দাস দিন শেষে বাড়ি ফিরলেন না। হতাশাগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। জানা যায়, গোলাঘাটি বিধানসভার আলতলী থানাধীন কাঞ্চনমালা ১ নং ওয়ার্ডের ঋষি কলোনি এলাকার বাসিন্দা নিখিল ঋষি দাস একটি জটিল রোগে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। কোন এক সময় তিনি আগরতলায় বাঁশ বিক্রি করতেন। মানসিক ভারসাম্যহীন হওয়ার পর থেকে তিনি আগরতলায় বাঁশ বিক্রি করা বন্ধ করে বাড়িতে থাকতেন। কিন্তু বুধবার পুনরায় বাঁশ সাইকেলে করে আগরতলায় বাঁশ বিক্রি করার উদ্দেশ্যে বের হন। কিন্তু বুধবার সন্ধ্যা ঘনিয়ে আসলেও নিখিল ঋষি দাস বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সন্ধ্যার পর থেকে আত্মীয়স্বজনের বাড়িতেও খোঁজখবর নিয়ে কোন সন্ধান পাওয়া যায়নি নিখিল ঋষি দাসের। বুধবার রাতেই আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজনেরা। নিখিল ঋষি দাসের আচমকা নিখোঁজ হওয়ার ঘটনায় গোটা পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। বৃহস্পতিবার নিখোঁজ ব্যক্তির স্ত্রী শিল্পী ঋষি দাস সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে স্বামীকে খুঁজে বের করে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন সহ রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। নিখিল ঋষি দাসের এভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় আতঙ্কে দানা বাঁধতে শুরু করেছে পরিবারের সকল সদস্যের মধ্যে। আমতলী থানার পুলিশ নিখোঁজ ব্যক্তির সন্ধানের জন্য ময়দানে নেমেছে বলে জানা যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য