স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর : উজ্জয়ন্ত প্রাসাদে রাজ্য ভিত্তিক ভূকম্পনের উপর মক ড্রিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনেই এই মক ড্রিলের আয়োজন করা হয়। এদিন এন ডি আর এফের প্রথম ব্যাটেলিয়ান, জেলা প্রশাসন, রাজস্ব দপ্তর, পূর্ত দপ্তর, মহকুমা প্রশাসন সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মীরা যৌথভাবে মড ড্রিলে অংশ নেয়।
মক ড্রিলে উপস্থিত ছিলেন রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল, পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, সদর মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্য আধিকারিকেরা। রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল জানান মুলত দুর্যোগ কালীন পরিস্থিতিতে কিভাবে উদ্ধারকার্য করা হবে তার উপর এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। হ্যারিটেজ বিল্ডিং গুলিতে দুর্যোগের সময় বিশেষ করে ভূকম্পনের পর কিভাবে উদ্ধারকার্য হবে তা দেখতেই এই আয়োজন। এই মক ড্রিলের মাধ্যমে ত্রুটি বিচ্যুতিগুলি নির্ধারণ করে তা শুধরানোর জন্য বিশেষ ভাবে নজর দেওয়া হবে। এতে করে প্রকৃত দুর্যোগের সময় উদ্ধারকার্যে কোন অসুবিধা হবে না।