স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ এপ্রিল : প্রচুর পরিমাণে নেশা সামগ্রী আটক করতে সক্ষম হলেও নেশা কারবারিকে জালে তুলতে ব্যর্থতার পরিচয় দিয়েছে পুলিশ। পুলিশের কাছ থেকে জানা যায়, রবিবার গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ ও টি এস আর বাহিনী বিশালগড় নিউমার্কেটের পাশে লোহার ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু পুলিশের টের পেয়ে নেশা জাতীয় ট্যাবলেট ফেলে পালিয়ে যায়।
কিন্তু নেশা কারবারিকে আটক করতে পারেনি পুলিশ। তবে পুলিশ এই ব্যাপারে একটি মাদক বিরোধী আইনে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু এলাকায় দীর্ঘদিন ধরে অভিযোগ নেশা কারবারিতে আনাগোনা চলছে। পুলিশ প্রশাসন বিষয়টি নজর এড়িয়ে চলেছে। এলাকায় বাড়ছে বেআইনি কার্যকলাপ। এলাকাবাসীর দাবি নেশা কারবারিদের অবিলম্বে জালে তোলার জন্য।