স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ এপ্রিল : রক্তের কোন জাত নেই, ধর্ম নেই, বয়স নেই। রক্তদানের মত পূণ্য অন্য কোন দানের মাধ্যমে সম্ভব হয় না। মাত্র একই ইউনিট রক্তদানের মধ্য দিয়ে চারটি প্রাণ বাঁচানো সম্ভব। রবিবার নজরুল কলাক্ষেত্রে বনমালীপুর মন্ডলের উদ্যোগে রক্তদান শিবিরে বক্তা মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা।
এদিন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। এদিন আক্ষেপ করে মুখ্যমন্ত্রী বলেন বিধানসভা কেন্দ্রটি রাজ্যের অন্যতম প্রেস্টিজিয়াস বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপিকে জয়ী না করায় তিনি আক্ষেপ করে আগামী দিনে এই কেন্দ্র থেকে বিজেপিকে জয়ী করার আগাম আহ্বান জানান। বনমালীপুর এলাকার গণদেবতাদের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রী দেশ এবং রাজ্যকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে চাইছেন।
অন্তত দেশের প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি বিবেচনা করে বনমালীপুর এলাকার জনগণকে বিজেপির পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন কেন বনমালী পুর বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী হলো না তা বিচার-বিশ্লেষণ করে দেখা হচ্ছে। আগামী দিনে বনমালীপুর বিধানসভা এলাকার গণদেবতারাও বিজেপিকে সমর্থন জানাবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী এবং মেয়র এর কাছে প্রদেশ সভাপতি তথা এলাকার বিজিত প্রার্থী রাজীব ভট্টাচার্যী পুর নিগমের ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যার সম্পর্কে অবগত করেন। এলাকার উন্নয়নমূলক কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় সে বিষয়ে নজর রাখার জন্য দাবি জানাই তিনি। শিবিরে এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ দাস, মেয়র দীপক মজুমদার এবং বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। শিবিরের পর রক্তদান শিবিরটি পরিদর্শন করেন উপস্থিত অতিথিরা।