স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ এপ্রিল : সরকারি নির্দেশিকা অমান্য করে সাফাই কর্মীদের বঞ্চিত করে চলেছে মেলাঘর নগর পঞ্চায়েত এবং বিশালগড় পুর নিগম বলে অভিযোগ। সাফাই কর্মীদের এই সমস্যা সমাধানের জন্য অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে শনিবার রাজধানীর অফিস লেন স্থিত শ্রম দপ্তরের অফিসে ডেপুটেশন প্রদান করা হয়।
উপস্থিত সংগঠনের রাষ্ট্রীয় সচিব তনুজ সাহা জানান, লাল ফিতার মোড়কে আবদ্ধ হয়ে কিছু আধিকারিক শ্রমিকদের বঞ্চিত করে চলেছে। বিগত বছর ১ নভেম্বর থেকে প্রতিটি সাফাই কর্মীর জন্য তিন শতাধিক টাকা মজুরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কিন্তু দেখা যাচ্ছে বিশালগড় পুর নিগম সাফাই কর্মীদের ২২৫ টাকা এবং মেলাঘর নগর পঞ্চায়েতের সাফাই কর্মীদের ২০৪ টাকা দিয়ে বঞ্চিত করে চলেছে। এরই প্রতিবাদে আজ ডেপুটেশন প্রদান করা হয় শ্রম কমিশনারের কাছে। শ্রমিকদের জন্য রাজ্য সরকার যে তিন শতাধিক টাকা করে মজুরি দিচ্ছে সেটা যাতে প্রত্যেক শ্রমিক পায় তার জন্য কঠোর নির্দেশ দেওয়ার।