Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যধস পড়ে ক্ষতিগ্রস্ত ২৩ টি পরিবার, প্রতিবাদে রাস্তা অবরোধ

ধস পড়ে ক্ষতিগ্রস্ত ২৩ টি পরিবার, প্রতিবাদে রাস্তা অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ এপ্রিল : পাহাড়ের ধস পড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ২৩ টি পরিবার। ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি শনিবার সকালে জাতীয় সড়ক অবরোধ করে। ঘটনা, মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীন আঠারোমুড়া পাহাড়ের ৪৫ মাইল এলাকায়। জানা যায়, দীর্ঘদিন ধরেই আঠারোমুড়া পাহাড়ে জাতীয় সড়ক প্রশস্ত করার কাজ চলছে। বহির্রাজ্যের একটি ঠিকেদার সংস্থা কতৃক এই কাজ চলছে। পাহাড় কেটে জাতীয় সড়ক প্রশস্ত করা হচ্ছে।

আর এই পাহাড় কাটার ফলে শুক্রবার সন্ধ্যা নাগাদ আঠারোমুড়া পাহাড়ের ৪৫ মাইল এলাকায় পাহাড় টিলা ভূমিতে বসবাসকারী জনজাতি অংশের মানুষজনদের বাড়িঘরে ধ্বস পড়ে বলে অভিযোগ। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ২৩ টি পরিবার। বর্তমানে আরো বিশাল পাহাড় জুড়ে দেখা দিয়েছে ফাটল। ফলে ৪৫ মাইল এলাকার এই পাহাড়ি ভূমিতে বসবাসকারী আরো কয়েকটি পরিবারের বাড়ি ঘর ধ্বসে পড়ার আশঙ্কাও রয়েছে। এই সম্পূর্ণ ঘটনা নিয়ে অসহায় পরিবার গুলি ক্ষতিপূরণের দাবিতে ৪৫ মাইল এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে। সংশ্লিষ্ট এলাকার জনজাতি অংশের লোকজন। দীর্ঘ কয়েক ঘণ্টা চলে এই জাতীয় সড়ক অবরোধ। এই সড়ক অবরোধের খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ পূর্ত দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তী সময় প্রশাসনের আধিকারিকদের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করা হয়। আসাম-আগরতলা জাতীয় সড়ক দীর্ঘ কয়েক ঘন্টা অবরোধ থাকার ফলে রাস্তার দু’ধারে আটকে পড়ে কয়েক শতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। ফলে ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য