Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যনেশা মুক্ত ত্রিপুরা করে ছাড়বে সরকার : মুখ্যমন্ত্রী

নেশা মুক্ত ত্রিপুরা করে ছাড়বে সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ এপ্রিল : নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে আগরতলা শহর। প্রথমবার রাজ্যে আসবেন জি- টুয়েন্টি প্রতিনিধিগণ। শনিবার আগরতলা অক্সিজেন পার্কে বনদপ্তর কর্তৃক আয়োজিত অর্কিডিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ৩০ হেক্টর জমিতে গড়ে উঠেছে অর্কিডিয়াম। জি-টোয়েন্টি -র প্রতিনিধিগণ রাজ্যে এসে দেখবেন বিভিন্ন প্রজাতির অর্কিডগুলি কিভাবে অক্সিজেন পার্কে যত্ন করা হয়। এবং এগুলির কিভাবে বৃদ্ধি হয় সে বিষয়ে যদি জানতে চায় তাহলে এরও সুযোগ রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

 তিনি বলেন, জি ২০ -র প্রতিনিধিগণ শুধু কোন একটি নির্দিষ্ট দেশ থেকে নয়, ইউরোপ, জার্মান, ব্রাজিল এবং চীন সহ বিভিন্ন দেশ থেকে আসবেন। তারা আগরতলা এসে তারপর বিভিন্ন জায়গায় যাবেন, এর মধ্যে রয়েছে অক্সিজেন পার্ক। অক্সিজেন পার্কে তারা ৩ মার্চ যোগা অনুষ্ঠানে অংশ নেবেন। রাজ্যের কৃষ্টি সংস্কৃতি, বনজ সম্পদ এবং পর্যটন কেন্দ্রগুলি তাদের কাছে তুলে ধরা হবে। এর মধ্যে কি রয়েছে সে বিষয়ে তাদের কাছে তুলে ধরা হবে। বিভিন্ন দেশ থেকে আসা এই প্রতিনিধিরা অবগত হবে ত্রিপুরার মধ্যে কি কি সম্পদ রয়েছে।

 ফলে ত্রিপুরা পর্যটন কেন্দ্র ও বাণিজ্যিক ক্ষেত্র অনেক বেশি এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান গত আগস্ট মাস থেকে রাজ্যের মুখ্য সচিব দ্বারা সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। যাতে প্রতিনিধি দলের কাছে ত্রিপুরা রাজ্যকে তুলে ধরা যায়। গোটা বিশ্বের মধ্যে ত্রিপুরাতে সুনাম অর্জন করতে পারে। রাজ্য সফরে আসা এই প্রতিনিধিগণ যাতে ত্রিপুরা গোটা বিশ্বের কাছে তুলে ধরা যায় সেই উদ্যোগ নিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী আরও বলেন নেশা মুক্ত ত্রিপুরা গড়তে সরকার বদ্ধপরিকর। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী নেশা মুক্ত ত্রিপুরা করে ছাড়বে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, বনদপ্তরে আধিকারিক সহ অন্যান্য আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য