Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যজি -টুয়েন্টি প্রতিনিধিদের স্বাগত জানাতে ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন

জি -টুয়েন্টি প্রতিনিধিদের স্বাগত জানাতে ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ এপ্রিল : জি -টুয়েন্টির ৬৫ টি স্থান পরিদর্শনের তালিকায় রয়েছে আগরতলা শহর। আগামী ২ এপ্রিল রাজ্য সফরে আসতে চলেছেন জি -টুয়েন্টির প্রতিনিধিগণ। ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল জি-২০ বিজ্ঞান সামিট আগরতলায় অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ২ এপ্রিল থেকে রাজ্যে আসতে শুরু করবেন। উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল সোলার অ্যাসোসিয়েশনের সভাপতি আশুতো শর্মা।

 শনিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান শিল্প- বাণিজ্য দপ্তরের  বিশেষ সচিব অভিষেক চন্দ্রা। সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন তথ্য- সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, সচিব অভিষেক সিং। ২ এপ্রিল প্রথমবারের মতো জি-টুয়েন্টি প্রতিনিধিগণ বিশেষ বিমানে রাজ্যে আসবেন। তারা রাজ্য সফরে এসে অ্যালবার্ট এক্কা পার্কে এস.ডি. বর্মনের মূর্তি, অ্যালবার্ট এক্কা পার্কের সৌন্দর্যায়ন, কুমারটিলায় বাদ্য যন্ত্রের ফোয়ারা এবং উজ্জয়ন্ত প্রাসাদ ও নীরমহল প্রাসাদের সৌন্দর্যায়ন পরিদর্শন করবেন। তাই উজ্জয়ন্ত প্যালেস এবং নীরমহল প্রাসাদে দুটি লোকেশনে লাইট অ্যান্ড সাউন্ড শো করা হয়েছে। রাস্তা ও ফুটপাথের উন্নয়নের মাধ্যমে আগরতলা ও সিপাহীজলার সিটি ব্র্যান্ডিং করা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে ৪ টি বেলুন স্থাপন করা হচ্ছে। নীরমহলে ঐতিহ্যবাহী শাল কাঠ ব্যবহার করে র‌্যাম্প তৈরি করা হয়েছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে আধিকারিকগণ আরো জানান, মুখ্যমন্ত্রীর আবেদনে সারাদিন রাজভবনে একটি রাত্রিকালীন খাবারের আয়োজনে অংশ নেবেন তারা। এর পাশাপাশি যেদিন তারা আসবেন সেদিন মুখ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর ও নীতি আয়োগের সাথে বৈঠক করলেন রাজ্য অতিথি শালায়। আগামী ৫ এপ্রিল পুনরায় বিশেষ চাটার বিমানে তারা ত্রিপুরা থেকে রওনা হবেন। তাঁদের স্বাগত জানাতে ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলির অধিকারিকগণ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য