দেহরাদুন, ৩১ মার্চ (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃতকালে ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার সংকল্প নিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তরাখণ্ড ভারতকে বদলে দিতে এবং নতুন ভারত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে শুক্রবার দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া।
শুক্রবার মুখ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত চারটি স্বাস্থ্য প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যত অংশগ্রহণ করার সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার আসন্ন চারধাম যাত্রা সহ উত্তরাখণ্ডের স্বাস্থ্যের জন্য প্রত্যাশার চেয়ে বেশি সহযোগিতা করতে প্রস্তুত। বিশেষ অতিথি মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং স্বাস্থ্যমন্ত্রী ডাঃ ধন সিং রাওয়াত প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাস্থ্য দফতরের তৈরি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও দেখানো হয়।
এই সময়ে, মুখ্যমন্ত্রী ধামি দুন মেডিকেল কলেজে মোট ১২৪.১০ কোটি টাকা ব্যয়ে ৫০০ শয্যার একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পৌরীতে ১৮.৮০ কোটি এবং রুদ্রপ্রয়াগে ২০.৩৮ কোটি টাকা ব্যয়ে প্রতিটি ৫০ শয্যার তিনটি ক্রিটিক্যাল কেয়ার ব্লকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া কার্যত প্রধান অতিথি হিসাবে এই অনুষ্ঠানে যোগ দেন। খারাপ আবহাওয়ার কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। কার্যত কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদী অমৃত কাল-এ দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তোলার কথা বলেছেন। দেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে। এমতাবস্থায় দেশের প্রতিটি নাগরিক সুস্থ থাকা আমাদের কর্তব্য। সুস্থ নাগরিক ও সুস্থ সমাজই পারে একটি সমৃদ্ধ সমাজ ও জাতি গঠন করতে।