স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ডিসেম্বর: রাজ্যে বেকারত্ব বাড়ছে বলে বিরোধীদের পক্ষ থেকে টানা অভিযোগের প্রতিফলন হচ্ছে রাজ্যে। বেকার যুবক যুবতীরা বিভিন্ন দপ্তরে গিয়ে শূন্যপদ পূরণের দাবি জানাচ্ছে। সোমবার আন এমপ্লয়েড প্রফেশনাল ফিজিউ থ্যারাপিস্টদের উদ্যোগে গুর্খাবস্তিস্থিত স্বাস্থ্য ভবনে গিয়ে ডেপুটেশন প্রদান করা হয়।
ডিগ্রি ও ব্যাচেলার হোল্ডারেরা এই ডেপুটেশনে সামিল হয়। রাজ্যে ৫০০ জনের মতো ফিজিউ থ্যারাপিস্ট যারা এখনো চাকুরী পান নি। বিগত ৫ বছর যাবত রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীনে কোন ফিজিও থ্যারাপিস্ট নিয়োগ হয়নি। ২০১৭ সালে শেষ বার ফিজিউ থ্যারাপিস্ট নিয়োগ করা হয়েছিল। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরে একাধিক পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অথচ সেই তালিকায় রাখা হয়নি ফিজিউ থ্যারাপিস্টদের। অতিসত্বর ফিজিউ থ্যারাপিস্ট নিয়োগের দাবি জানায় আন এমপ্লয়েড প্রফেশনাল ফিজিউ থ্যারাপিস্টরা। আগে বহু বার এই দাবি জানানো হয়েছে। আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি বলে সরকারি বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে।