স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ডিসেম্বর : প্রতি বছরের মতো এবছরও চন্দ্রপুর বাজারে ব্যবসায়ী সমিতি এবং এলাকাবাসীর উদ্যোগে ২৪ তম বর্ষে চন্দ্রপুর বাজারে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম সংকীর্তন ও মহোৎসব আয়োজন করা হয়।
সোমবার চন্দ্রপুর বাজারের মহোৎসবে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নাম সংকীর্তন ও মহোৎসবে গিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজা দেন। এদিন উৎসব কমিটির পক্ষ থেকে পুস্প স্তবক দিয়ে স্বাগত জানানো হয়। সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী। কোভিডের প্রথম ও দ্বিতীয় ঢেউ রাজ্যের মানুষ মোকাবেলা করেছে। ওমিক্রন নামের তৃতীয় ঢেউ যাতে জাগ্রত ত্রিপুরাবাসীকে নিয়ে মোকাবেলা করা সম্ভব হয় এর প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরার মঙ্গল ও আর্থিক বিকাশের আশা ব্যক্ত করেন তিনি।