স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মার্চ : উত্তরের বাগবাসা আউট পোষ্টের পুলিশের হাতে আটক গাঁজা বোঝাই লরি। গোপন চেম্বারে ছিল এই গাজা গুলি। মঙ্গলবার সন্ধ্যায় বাগাবাসা আউট পোষ্টের পুলিশের কাছে গাঁজা পাচার সক্রান্ত একটি গোপন খবর এলে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহার নেতৃত্বে পুলিশ জাতীয় সড়কে তল্লাশি করতে শুরু করে। বাগবাসা ফাড়ির অন্তর্গত নোয়াগাং বাজার এলাকায় এন এল ০১ এ এফ ২৩৭৮ নম্বরের লরিটি দাড়ানো অবস্থায় দেখতে পেলে পুলিশের সন্দেহ হয়।
পুলিশ আটক করে লরিটিকে। আউট পোষ্টে নিয়ে এসে তল্লাশি চালাতেই গোপন চেম্বারের হদিস পায় পুলিশ। পড়ে চেম্বারটি কেটে বিপুল পরিমানের গাজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ৪১ টি প্যাকেটে ২৭৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। তিনি আরও জানিয়েছেন লরির চালককে আটক করা হয়েছে। ধৃতের নাম অজয় রিয়াং। তার বাড়ি বিশালগড়ে।