স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মার্চ : বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম অমল কৃষ্ণ ত্রিপুরা। বয়স ২৩ বছর। ঘটনা বিলোনিয়া থানাধীন মোহিনী নগর এডিসি ভিলেজের রাজবন পাড়ায়। বুধবার সকালে অন্যান্য দিনের মতো রাবার বাগানে কাজ করতে যায়। বিকট শব্দে এলাকাবাসী ছুটে গিয়ে দেখতে পায় অমল কৃষ্ণ সংজ্ঞা হীন অবস্থায় মাটিতে পরে আছে।
এলাকাবাসী ও পরিবারের লোকজন অমলকৃষ্ণকে নিয়ে যায় মতাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসক বলেন ঘটনাস্থলেই অমলকৃষ্ণ ত্রিপুরার মৃত্যু হয়েছে।ময়না তদন্তের জন্য অমলকৃষ্ণ ত্রিপুরার মৃতদেহ বিলোনিয়া হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অমলকৃষ্ণ ত্রিপুরার মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।