স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মার্চ : সাত সকালে সিপাহীজলা নৌকাঘাট সংলগ্ন জাতীয় সড়কে বাস ও মারুতি গাড়ির মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় আহত ৭ জন। জানা যায়, টি আর ০১ এ ইউ ০৭৮৭ নাম্বারের একটি মারুতি গাড়ি আগরতলা থেকে উদয়পুর যাওয়ার সময় অপর দিক থেকে টি আর ০১ সি ১২২৭ নাম্বারে একটি বাসগাড়ী শান্তি বাজার থেকে আগরতলা যাওয়ার পথে নৌকা ঘাট সংলগ্ন সড়কের মুখোমুখি সংঘর্ষ হয়।
গুরুতরভাবে আহত হয় সাত জনকে নিয়ে আসা হয় বিশালগড় মহাকুমা হাসপাতালে। আহতদের মধ্যে তিনজনকে আগরতলা ত্রিপুরা মেডিকেল কলেজ হাপানিয়া হাসপাতালে রেফার করা হয় বলে জানান চিকিৎসক। আহতরা হলেন সিদাম দাস, মিহির ভৌমিক, ঝর্ণা দেবনাথ, বেলা দাস। যাদের জিবিপি হাসপাতালে রেফার করা হয় তারা হলেন নন্দন রায়, রাজীব দত্ত, রূপক চন্দ্র রায়।