Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যত্রিপুরায় ৩-৪ এপ্রিল জি-২০'র ক্লিন এনার্জি ফর গ্রিনার ফিউচার সায়েন্স ২০ সম্মেলন,...

ত্রিপুরায় ৩-৪ এপ্রিল জি-২০’র ক্লিন এনার্জি ফর গ্রিনার ফিউচার সায়েন্স ২০ সম্মেলন, ব্যবস্থাপনা পরিদর্শনে শিল্প ও বাণিজ্য মন্ত্ৰী

আগরতলা, ২৯ মার্চ (হি. স.) : জি-২০ এর ‘ক্লিন এনার্জি ফর গ্রিনার ফিউচার’ সায়েন্স ২০ সম্মেলন আগামী ৩ ও ৪ এপ্রিল আগরতলায় অনুষ্ঠিত হবে। মূল সম্মেলনটি অনুষ্ঠিত হবে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা কমপ্লেক্সের ইন্ডোপ্রদর্শনী হলে। সম্মেলন উপলক্ষে হলে বাশেঁর প্রদর্শনী স্টল নির্মাণ সহ কনফারেন্স হলের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ চলছে। আজ শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি, অতিরিক্ত অধিকর্তা স্বপ্না দেবনাথ ও দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরগণ ইন্ডোর হলটি পরিদর্শন করেছেন।


পরিদর্শনকালে তারা প্রদর্শনী স্টল, মূল কনফারেন্স হল সহ ভিতরের অন্যান্য বিভিন্ন ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। এসময় শিল্পমন্ত্রী শিল্প ও বাণিজ্য দপ্তরের আধিকারিকদের বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শও দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যেই জি-২০’র মত আন্তর্জাতিক পর্যায়ের সম্মেলন ত্রিপুরার মতো ক্ষুদ্র রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই আয়োজনে যাতে কোন ঘাটতি না থাকে সেই লক্ষ্যেই এই পরিদর্শন। তিনি বলেন, ৪৬ টি প্রদর্শনী স্টলে বিভিন্ন দপ্তর ছাড়াও রাজ্যের আটটি জেলার পক্ষ থেকে তাদের উৎপাদিত বিভিন্ন সামগ্রী ও অন্যান্য জিনিষ প্রদর্শন করা হবে।ত্রিপুরার সার্বিক উন্নয়নে এই ধরণের সম্মেলন এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি আশা প্রকাশ করেন, রাজ্যের সকল স্তরের মানুষের সার্বিক সহযোগিতায় এই কর্মসুচি ফলপ্রসু হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য