Saturday, March 15, 2025
বাড়িরাজ্যউপাধ্যক্ষ  হলেন রামপ্রসাদ পাল

উপাধ্যক্ষ  হলেন রামপ্রসাদ পাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মার্চ : ২০২৩ সালের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন শুক্রবার থেকে শুরু হয়। অধিবেশনের শুরুতে অধ্যক্ষ নির্বাচন ছিল একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন বিধায়ক বিশ্ববন্ধু সেন।

অধ্যক্ষ নির্বাচনের পর উপাধ্যক্ষ নির্বাচন পক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়। সোমবার ছিল বিধানসভার উপাধ্যক্ষ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন। এদিন বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য মনোনয়ন পত্র দাখিল করেন শাসক দলের বিধায়ক রামপ্রসাদ পাল। তারপর দুটি প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে একটি প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা , এর সমর্থন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অপর প্রস্তাবটি দেন মন্ত্রী টিঙ্কু রায় এবং সমর্থন করেন মন্ত্রী সান্তনা চাকমা। শেষ পর্যন্ত অন্যকোন প্রার্থীর মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বিধায়ক রামপ্রসাদ পাল। মঙ্গলবার উপাধ্যক্ষ হিসাবে জয়ী হন তিনি। অধিবেশনের শুরুতে ঘোষণা দেন অধ্যক্ষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য