Friday, June 9, 2023
বাড়িজাতীয়প্যান ও আধার লিঙ্কের সময়সীমা বেড়ে হল ৩০ জুন

প্যান ও আধার লিঙ্কের সময়সীমা বেড়ে হল ৩০ জুন


নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): করদাতাদের কিছুটা স্বস্তি দিল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। প্যান ও আধার লিঙ্কের সময়সীমা বাড়ানো হয়েছে। মঙ্গলবার সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে, আগামী ৩০ জুন অবধি প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করা হবে। এর আগে প্যান ও আধার লিঙ্কের সর্বশেষ তারিখ ছিল ৩১ মার্চ। অর্থাৎ ৩ মাস অতিরিক্ত সময় পেলেন করদাতারা।

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে, প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ৩০ জুন। আর তা না করলে ওই তারিখের পর থেকে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকা প্যান কার্ড বৈধ থাকবে না বলে জানিয়েছে আয়কর দফতর। প্রসঙ্গত, প্যান কার্ড বাতিল হয়ে গেলে এক জন নাগরিককে অনেক সমস্যায় পড়তে হতে পারে। যদি প্যান বাতিল হয়ে যায়, তা হলে এক জন নাগরিক নিজের বার্ষিক আয়কর জমা করতে পারবেন না। একই সঙ্গে এক জন করদাতাকে উচ্চ হারে কর দিতে হতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য