Saturday, March 15, 2025
বাড়িরাজ্যবিধানসভা অধিবেশনেও রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার প্রতিবাদ

বিধানসভা অধিবেশনেও রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার প্রতিবাদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ :  বিরল ছবি দেখা গেল ত্রয়োদশ বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন। রবিবার সত্যাগ্রহ কর্মসূচি থেকে বিধায়ক গোপাল চন্দ্র রায় বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে সোমবার বিধানসভা অধিবেশনে তিনি কালো পোশাক পরে যাবেন। সেই অনুযায়ী এদিন তিনি কালো পোশাক পরিধান করে পবিত্র বিধানসভা অধিবেশন পা রাখেন।

এদিন জাতীয় সংগীত পরিবেশনের পর যথারীতি বিধানসভা অধিবেশন শুরু হয়। তারপর অধ্যক্ষের মুখোমুখি হয়ে বিরোধী বেঞ্চ থেকে কংগ্রেসের দুই বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং বীরজিৎ সিনহা বারবারই প্লেকার্ড তুলে নীরব প্রতিবাদ দেখাতে লক্ষ্য করা যায়। প্লে কার্ডে ছিল রাহুল গান্ধীর ছবি এবং পুঁজিপতিদের দুর্নীতি বিরুদ্ধে প্রতিবাদী সুর। উল্লেখ্য, মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের করায় দু’বছর জেলের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আর এরই প্রতিবাদে তেজী হচ্ছে কংগ্রেসের আন্দোলন কর্মসূচি। পিছিয়ে নেই প্রদেশ কংগ্রেস। জাতীয় কংগ্রেসের নির্দেশ অনুযায়ী প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আন্দোলন কর্মসূচি পালন করছে ত্রিপুরায়। সোমবার বিধানসভা অধিবেশনেও লক্ষ্য করা গেছে কংগ্রেসের নীরব প্রতিবাদ কর্মসূচি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য