Sunday, March 23, 2025
বাড়িরাজ্য৯০৬৬.৫৬  কোটি টাকার ভোট অন একাউন্ট ও অতিরিক্ত ৩০৬৫.৩৭ কোটি টাকার প্রস্তাব...

৯০৬৬.৫৬  কোটি টাকার ভোট অন একাউন্ট ও অতিরিক্ত ৩০৬৫.৩৭ কোটি টাকার প্রস্তাব পেশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ :  গত ২৪ মার্চ ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশনের প্রথম দিন ২০২৩-২০২৪ অর্থ বছরের এপ্রিল মাস থেকে জুলাই মাসের জন্য ভোট অন একাউন্ট এবং ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়। সোমবার বিধানসভার প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করে একথা জানান অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

 অর্থমন্ত্রী জানান ২০২৩-২৪  অর্থবছরের প্রথম চার মাসের জন্য ৯০৬৬.৫৬ কোটি টাকার ভোট অন একাউন্ট এবং ২০২২-২৩ অর্থবছরের জন্য অতিরিক্ত ৩০৬৫.৩৭ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব পেস করা হয়েছে বিধানসভায়।রাজ্যের সামগ্রিক উন্নয়নের স্বার্থে নতুন করে বাজেট পেশ করতে হয়। এটাই চিরাচরিত প্রথা। ৮ মার্চ নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পর মাত্র ১৯ দিনের মধ্যে বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। এই অবস্থায় যাতে রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক থাকে তার জন্য গত ২৪ মার্চ বিধানসভায় ভোট একাউন্ট পেশ করা হয়েছে। আগামী চার মাসের মধ্যে পূর্ণাঙ্গ বাজে তৈরি করে তা পেশ করা হবে। ২০২২-২৩ অর্থ বছরে দেশের জিডিপির পরিমাণ ছিল ৭ শতাংশ। এই ক্ষেত্রে রাজ্যের জি এস ডি পি বৃদ্ধির পরিমাণ ছিল ৮.৮০ শতাংশ।

যা জাতীয় বৃদ্ধির হারের চাইতে বেশি। ২০২৩-২৪ অর্থ বছরে জিএসডিপির বৃদ্ধির পরিমাণ ৮.৯৫ % হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। রাজ্যের রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি হয়েছে ১৪.৬৭ শতাংশ। ২০২২-২৩ অর্থ বছরে রাজ্যের রাজস্ব আদায়ের পরিমাণ ৩ হাজার কোটি টাকা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এছাড়াও ১৫ টি দপ্তরের অর্থ বরাদ্দের বিষয়ে জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ২০২২-২৩ অর্থ বছরের জন্য কেন অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে তা তুলে ধরেন। তিনি জানান ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে বিভিন্ন ক্ষেত্রে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল, কাজ করতে গিয়ে তার অধিক অর্থ ব্যয় করতে হয়েছে। তাই ২০২২-২৩ অর্থ বছরের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব বিধানসভায় পেস করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য