স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ : সোমবার পুর নিগমের কনফারেন্স হলে আগরতলা পুর নিগমের অন্তর্গত এলাকা গুলিতে মশা উপদ্রব নির্মূল করা ও কিশোরী মা বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশিষ দাস, মেয়র ইন কাউন্সিলের সদস্য , কর্পোরেটার, বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার প্রতিনিধি এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিক। বৈঠকে উপস্থিত মেয়র জানান, আগরতলা শহরবাসী মশার উপদ্রবে অতিষ্ঠ। তাই এই মশার যন্ত্রণা নির্মূল করার জন্য আগরতলা পুর নিগম ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনা গুলি সম্পর্কে অবগত করতে এই বৈঠকের আহ্বান করা হয়েছে।
আগরতলা শহরকে ম্যালেরিয়া মুক্ত রাখতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। জমা জল নিষ্কাশন এবং নিয়মিত ড্রেইন পরিষ্কার রাখার চেষ্টা হচ্ছে। একই সঙ্গে অল্প বয়সে বিবাহিতদের মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। তাদের সচেতন করার জন্য এই গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার।