Saturday, March 22, 2025
বাড়িরাজ্যসড়ক দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর

সড়ক দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মার্চ : সাব্রুম মহকুমার সমরগঞ্জ এলাকায় বাড়ি দুই বন্ধু অন্তর দাস এবং হৃদয় দেবনাথের। অন্তর আর হৃদয়ের সম্পর্কটাও যেন সুমধুর। দুই বন্ধু একসাথে আগরতলায় পড়াশোনা করে। অন্তর দাস মহাত্মা গান্ধী স্কুলের ছাত্র। আর হৃদয়ে দেবনাথ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র।  

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। যৌবনের শিহরণে গা ভাসানোর আগেই শেষ হয়ে গেল হৃদয়ে আর অন্তরের সম্পর্ক। দুজনে একসাথেই চলে গেলেন না ফেরার দেশে। অভিশপ্ত সময়টা রবিবার দুপুরে। সোমবার হৃদয়ের পরীক্ষা। এই কারণেই রবিবার দুপুরে সাব্রুম মহকুমার সমরগঞ্জের বাড়ি থেকে অন্তর দাস এবং হৃদয় দেবনাথ আগরতলার উদ্দেশ্যে রওনা হয় টি আর ০৮ ডি ৫১৫৭ নম্বরের বাইকে চড়ে। কিন্তু বিলোনিয়া মহকুমার মনুরসুখ এলাকায় আসতেই টি আর ০৮ ১২৬০ নম্বরের নাগেরজলা থেকে শ্রীনগর গামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাইকটি ছিটকে পড়ে যায় খাদে। ঘটনাস্থলে রক্তাক্ত হয় অন্তর এবং হৃদয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় এই দুই বন্ধুকে উদ্ধার করে বিলোনিয়া  হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে পৌঁছানোর আগেই  মৃত্যুর কোলে ঢলে পড়ে হৃদয় দেবনাথ। একই করুন পরিণতি অন্তর দাসের ও। দুই বন্ধুর একজনও সুযোগ পায়নি চিকিৎসার। ঘটনার খবর পেয়ে হৃদয় দেবনাথ এবং অন্তর দাসের পরিবারের লোকজনেরা ছুটে আসে বিলোনিয়া হাসপাতালে। নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন সকলেই। অচিরেই ঝরে গেল দুটি প্রাণ। পুত্র হারা শোকে বুক ফাটা আর্তনাদ বাবা এবং মায়ের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য