স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মার্চ : প্রকাশ্য দিবালোকে একটি দোকান থেকে চুরি করতে এসে আম জনতার হাতে ধরা পরল এক চোর । ঘটনা রবিবার দুপুরে অমরপুর মহকুমার পীরগঞ্জ থানার অন্তর্গত অমরপুর দক্ষিণ বাজারে।
অভিনন্দন নামক একটি দোকান থেকে নগদ অর্থ চুরি করে পালিয়ে যাওয়ার সময় সন্দেহ হয় দোকানের মালিকের। আটক করা হয় সেই চোরকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরির নগদ অর্থ। সঙ্গে সঙ্গেই চোখটিকে দেওয়া হয় কিছু উত্তম মধ্যম। তুলে দেওয়া হয় বীরগঞ্জ থানার পুলিশের হাতে। জানা গেছে এই চোর অমরপুর মহকুমায় বিভিন্ন চুরির ঘটনায় জড়িত। তবে ধারাবাহিকভাবে চুরির বিষয়টি নিয়ে অমরপুর মহকুমার সাধারণ মানুষ সখ ও ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।