Monday, March 17, 2025
বাড়িরাজ্যকালো বেজ পরিধান করে বিধানসভা অধিবেশনের দ্বিতীয় উপস্থিত থাকবেন কংগ্রেসের তিন বিধায়ক

কালো বেজ পরিধান করে বিধানসভা অধিবেশনের দ্বিতীয় উপস্থিত থাকবেন কংগ্রেসের তিন বিধায়ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মার্চ : রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে রবিবার দিনভর সত্যাগ্রহ পালনের কর্মসূচি কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হয়। দেশ জুড়ে ‘সংকল্প পদযাত্রা’-র ডাক দেওয়া হয়েছে।এদিন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে সত্যাগ্রহ কর্মসূচি সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, সহ অন্যানরা। এইদিনের গনধর্না কর্মসূচিতে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছে।

দেশের গণতান্ত্রিক শক্তিকে পরাজিত করতে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে। রাহুল গান্ধীর গণতান্ত্রিক প্রতিবাদকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশবাসীর অধিকার খর্ব করে পুনরায় দেশে ক্ষমতায় ফিরতে চাইছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। তার প্রতিবাদ করছে কংগ্রেস। এ বিজেপি সরকারের দুর্নীতি, কর্মসংস্থানের অভাব এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সংসদে কথা বলতে চেয়েছিলেন। তাই তাকে থামিয়ে দেওয়ার জন্য তার সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে। এই নিয়ে রবিবার দেশ ব্যাপী জাতীয় কংগ্রেস সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয়েছে। এদিকে বিধায়ক গোপাল রায় বলেন, দেশে গণতন্ত্র বিপন্ন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় পায়। রাহুল গান্ধী কে নিয়ে তীব্র ষড়যন্ত্রে জাল তৈরি করেছে বিজেপি। এর প্রতিবাদে সোমবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন কালো বেজ পরিধান করে কংগ্রেসের বিধায়করা যাবেন বলে জানান তিনি। তিনি আরো বলেন ভারত জোড় যে কর্মসূচি সারাদেশে অনুষ্ঠিত হয়েছে তাতে লোকসমাগম থেকে এই চক্রান্ত করেছে নরেন্দ্র মোদি। এর তীব্র প্রতিবাদ জানায় কংগ্রেস। আগামী দিনে আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য