স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মার্চ : রবিবার আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সাথে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়। এইদিন সকালে প্রথমে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ের সহকারি হাইকমিশনার আরিফ মোহম্মদ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন বাংলাদেশ সহকারি হাইকমিশনার আরিফ মোহম্মদ, সহকারী হাই কমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ের সহকারি হাইকমিশনার আরিফ মোহম্মদ জানান ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। এইদিন দুইটি ভাগে দিনটি উদযাপন করা হচ্ছে। ১৯৭১ সালের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জন্য এইদিন বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও এইদিন সন্ধ্যায় এক বেসরকারি হোটেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।