Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যলরির ধাক্কায় গুরুতর আহত ১

লরির ধাক্কায় গুরুতর আহত ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ :জিরানিয়া ব্লক চৌমুহনী এলাকায় ১২ চাকা লরির ধাক্কায় গুরুতর আহত হন টোটন সাহা নামে ৪৬ বছরের এক ব্যক্তি।  জানা যায়  শনিবার টোটন সাহা জিরানিয়া ব্লক চৌমুহনী থেকে নগর পঞ্চায়েতের দিকে যাচ্ছিল। সেই সময়  রাস্তায় দ্রুতগামী ১২ চাকার একটি লরিটি এসে ধাক্কা মারে।  এতে টোটন সাহার ডান পা টি লড়ির নিচে চাকায় পিষ্ট হয়।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দমকল কর্মীদের খবর দেয়। ঘটনাস্থলে ছুটে যান দমকলের কর্মীরা। রক্তাক্ত অবস্থায় টোটন সাহাকে উদ্ধার করে জিরানীয়া স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে আনার পর চিকিৎসকরা টোটন সাহার ডান পাটি কেটে বাদ দেন। টোটন সাহার পরিবারের সদস্যরা জানান ১২ চাকার লরিটি তাঁর পায়ের উপর দিয়ে যাওয়ার পাটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। ডান পাটি টুকরো টুকরো হয়ে যায়। যে কারনে চিকিৎসকরা পাটি কেটে বাদ দেন। বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন টোটন সাহা। দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িসহ চালককে আটক করে জিরানিয়া থানার পুলিশের হাতে তুলে দেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য