স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ : সব বেকারদের সরকারি চাকরিতে নিয়োগ করা প্রায় অসম্ভব ব্যাপার। সে কারণেই বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। স্বাবলম্বন প্রকল্পে বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করার লক্ষ্যে শনিবার ভোলাগিরিস্হিত মানিক্য এনক্লেভে স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমে কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক পর্ব সালের আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করে দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন সব শিক্ষিত বেকারদের সরকারি চাকরিতে নিযুক্ত করা কোনদিনই সম্ভব নয়। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সেজন্য বেকার যুবক-যুবতীদের কর্ম দক্ষতা বৃদ্ধি খুবই জরুরী। সেই লক্ষ্যকে সামনে রেখেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান দপ্তরের মন্ত্রী। স্বাবলম্বন প্রকল্পের মাধ্যমে জনজাতি অংশের বেকার যুবক-যুবতীদের অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য ও শিল্প গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে বলেও তিনি জানান।