স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মার্চ : বেআইনিভাবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী তিনজন বাংলাদেশীকে আটক করল কৈলাশহরের ইরানি থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকেলে কৈলাসহর মহকুমার গোপীনাথপুর গ্রামে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশ করে তিন বাংলাদেশি নাগরিক। ভারতে প্রবেশ করা মাত্রই সীমান্তে কর্তব্যরত বিএসএফের জওয়ানরা তিন বাংলাদেশি নাগরিককে আটক করে লাটিয়াপুর বিএসএফের বিওপিতে নিয়ে যায় এবং টানা জিজ্ঞাসাবাদ চালায়। রাত প্রায় একটা ৫০ মিনিট নাগাদ এই তিন বাংলাদেশীকে বিএসএফের জোয়ানরা তুলে দেয় ইরানি থানার পুলিশের হাতে।
ইরানি থানার ভারপ্রাপ্ত আধিকারিক যতীন্দ্র দাস জানিয়েছেন অবৈধভাবে আসা বাংলাদেশি নাগরিকদের নাম হল আব্দুল গোপ্পার, জিলান মিঞা এবং সাইফুল ইসলাম। তাদের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কাকাবালা গ্রামে। তাদের কাছ থেকে বাংলাদেশে তৈরি দুটি মোবাইল এবং বাংলাদেশের ২৫৮০ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার তাদেরকে কৈলাশহর আদালতে পেশ করেছে ইরানি থানার পুলিশ। গত ছয় মাস ধরে কৈলাসহর মহকুমার ইরানি থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রায় ১০ জন বাংলাদেশি নাগরিককে বেআইনিভাবে ভারতের মাটিতে প্রবেশের দায়ে গ্রেপ্তার করেছে ইরানি থানার পুলিশ এবং কৈলাশহর থানার পুলিশ। কিছুটা সাফল্য রয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর জোয়ানদেরও। তবে সূত্রের খবর গোপীনাথপুর গ্রামের একজন দালালের হাত ধরেই এই তিনজন বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে ভারতের মাটিতে প্রবেশ করেছে। খুব শীঘ্রই সেই দালালটিকেও গারদে পুড়তে চলেছে পুলিশ।